অনলাইন রিপোর্টি
১৮-১১-২০২৩ ১০.০০ এম (বিডিটি)
নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান এখনো স্পষ্ট নয়। তবে দলটির নীতিনির্ধারণী সূত্র জানায়, জনমতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের 'সমঝোতায়' নির্বাচনে যেতে রাজি নন জাপার শীর্ষ নেতৃত্ব।
এমন পরিস্থিতিতে জাপা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারই অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে মনোনয়ন ফরম প্রস্তুত, নির্বাচনী এলাকার তালিকা প্রভৃতি সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানায়নি জাতীয় পার্টি। আবার দল থেকে তা প্রত্যাখ্যান করা হয়নি।
জাপার দায়িত্বে থাকা একটি সূত্র জানায়, নির্বাচনে অংশ নেবেন কি না এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তফসিলকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন। তার অনুসারীদের কয়েকজন নেতাও নির্বাচনে যাওয়ার কথা বলেছেন।
The National Party is preparing for the polls
Online reporting
18-11-2023 10.00 M (BDT)
The party's position on the election question is not yet clear. However, the policy-making sources of the party said that the top leadership of Japa is not willing to go to the elections in any kind of 'compromise' with the ruling Awami League, going against public opinion.
According to the related sources, JAPA is preparing for the election in such a situation. As a part of that, if you want to participate in the next national elections, the nomination form has been prepared, all the official activities related to the list of constituencies etc. have been completed.
So far, the National Party has not welcomed the schedule announced by the Election Commission. Again it was not rejected by the party.
A source close to Jappa said it may take a few more days for the party's top leadership to decide whether to contest the polls.
However, Zapa's main patron and Leader of Opposition in Parliament Roshan Ershad issued a statement welcoming the schedule. A few leaders of his followers have also spoken of going to the polls.