"শরীয়তপুরে শিক্ষার্থীদের গাইড বই কিনতে শিক্ষকদের নির্দেশ দেওয়ার অভিযোগ: প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তরাধিকারিতা"
অনলাইন রিপোর্ট 5-3-2024 5:58 পিএম
শরীয়তপুরে শিক্ষার্থীদের গাইড বই কিনতে শিক্ষকদের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সদর উপজেলার চিতলিয়া সমিতিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সম্প্রতি তাঁর অফিস কক্ষে বসে এই ‘নির্দেশনা দিয়েছেন’ বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা প্রথম আলোকে বলেন, এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) যে বই দিয়েছে, তার বাইরে কোনো বই বা গাইড শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ নেই। আর সব ধরনের গাইড সরকার নিষিদ্ধ করেছে। তিনি আরও বলেন, ‘শিক্ষকেরা কেন গাইড বই কেনার বিষয়ে শিক্ষার্থীদের বাধ্য করেন, তা বুঝি না। এমন অন্যায় কাজের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাইড বই বা সহায়ক বই নিষিদ্ধ করা হলেও বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসায় তাদের বইয়ের তালিকা দিচ্ছে। শিক্ষকেরা যেন শিক্ষার্থীদের বই কেনার জন্য ক্লাসে প্রচারণা চালান, সে বিষয়েও বলা হচ্ছে। জেলার বিভিন্ন হাটবাজার ও স্কুল-কলেজের সামনে বইয়ের দোকানে বিভিন্ন কোম্পানির গাইড বই ও ব্যাকরণ বইয়ের বিজ্ঞাপনসংবলিত ব্যানার-ফেস্টুন ঝোলানো হয়েছে। একটি নির্দিষ্ট প্রকাশনী প্রতিষ্ঠানের গাইড বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য চিতলিয়া সমিতিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সম্প্রতি অফিসে বসে শিক্ষকদের নির্দেশ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ–সংক্রান্ত ১০ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে হারুন অর