অনলাইন রিপোর্ট 10-3-2024 9:30এ এম
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন মেয়র তাহসীন বাহারের বিজয়ের পেছনে মানুষের মনে এক বিশেষ পরিবর্তনের আশা এবং উন্নয়নের কামনা ছিল। বেসরকারিভাবে ফল ঘোষণার ঘণ্টাখানেক আগে, কুমিল্লা জিলা স্কুলে মেয়র তাহসীন বাহার এক বিক্ষিপ্ত উক্তি দিয়েছেন। তার মন্তব্যে তিনি প্রকাশ করেছেন, মহানগর আওয়ামী লীগের সব নেতা-কর্মীর কষ্ট এবং সমর্থনের ফলে তাদের বিজয় হয়েছে।
ফল ঘোষণার সময়ে, তাহসীন বাহার গণমাধ্যমে বলেন, ‘অনেক পেশাজীবী এবং সামাজিক সংগঠনের সমর্থনের ফলে আমার বিজয় হয়েছে। এটা তাদের সকলের বিজয় এবং সর্বোপরি কুমিল্লার মানুষের বিজয়।’
ফল ঘোষণার সময়ে তাহসীন বাহার উক্তি দিয়েছেন, প্রথম অগ্রাধিকারে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়া। তাঁর কাজের ক্ষেত্রে সহযোগিতা চাওয়া প্রার্থীদের জন্য তিনি আইডিয়া শেয়ারিংকে গুরুত্ব দেন। তিনি পরাজিত প্রার্থীদের সহযোগিতা ও পরামর্শের জন্য প্রস্তুত। এছাড়া, তাঁর বাবা যাঁরা এলাকার সংসদ সদস্য, তার সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা করার মতামত প্রকাশ করেন। তাহসীন বাহার এই সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে কুমিল্লা সিটির উন্নতির পথে অগ্রগতি করতে চান।