অনলাইন রিপোর্ট 11-3-2024 1:05পিএম
ইন্টার মিলানের বিপক্ষে গতকাল সিরি ‘আ’ ম্যাচে খেলতে নেমেছিলেন লাওতারো মার্তিনেজ। তাঁর অপেক্ষা ফুরিয়ে যাওয়া নির্দেশিত হলো, ম্যাচের ১৫ মিনিটে। ইন্টারের জার্সিতে এই অপেক্ষা ফুরিয়ে পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইন্টারের প্রথম গোলটি করেছেন মার্তিনেজ, যা সম্প্রতি ইন্টারের হয়ে তাঁর শততম গোল।
মার্তিনেজ ইন্টারের জার্সিতে অবদান রেখেছেন এই উপলক্ষ্যে। তিনি পূর্বেও মাউরো ইকার্দির পরে এই কীর্তি অর্জন করেছেন। সিরি ‘আ’ ম্যাচে ইন্টারের হয়ে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত খেলে ১১১ গোল তাঁর।
ইন্টারের হয়ে সিরি ‘আ’ তে ১০০ বা এর বেশি গোল করেছেন ১০ জন খেলোয়াড়। এই ১০ জনের মধ্যে সবার ওপরে আছেন জিওসেপ্পে মিয়াৎসা। ইতালির সাবেক ফরোয়ার্ড ইন্টার মিলানের হয়ে দুই মেয়াদে ১৪ মৌসুম খেলে করেন ২৪৬ গোল। মার্তিনেজ কাল আরও একটি গোল করে সংখ্যাটা নিয়ে গেছেন ১০১টি। এই গোল তিনি করেছেন ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত খেলে।
ইন্টারের হয়ে এমন একটি মাইলফলক ছোঁয়ার পর মার্তিনেজ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যদে
Comments
Post a Comment